সিটি ব্যাংক ও প্রিমাডলারের মধ্যে চুক্তি

গ্রাহকদের উন্নতমানের রপ্তানি সেবা দিতে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান প্রিমাডলারের সঙ্গে চুক্তি করেছে সিটি ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2020, 08:08 PM
Updated : 14 July 2020, 08:08 PM

মঙ্গলবার সিটি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের রপ্তানি খাতের গ্রাহকদের বৈদেশিক লেনদেনে গতিশীলতা আনতে প্রিমাডলারের সঙ্গে এই চুক্তি সই করে তারা।

প্রিমাডলার ২০১৫ সালে যাত্রা শুরু করেছে। বিশ্বজূড়ে ১২টি কার্যালয়ের মাধ্যমে আন্তঃদেশীয় বাণিজ্যিক লেনদেনে অবদান রাখছে তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রিমাডলারের সঙ্গে চুক্তির ফলে সিটি ব্যাংক বাংলাদেশে রপ্তানিখাতের গ্রাহকদের আগের চেয়ে উন্নত প্রযুক্তিভিত্তিক অর্থায়ন সেবা প্রদান করবে।

“নিরাপদ এবং সাশ্রয়ী এই প্রযুক্তি ভিত্তিক সমাধান রপ্তানিকারকদের লেনদেনের সময় কমিয়ে আনবে। প্রিমাডলারের অনলাইন ব্যবস্থা ব্যবহারের মাধ্যমে সিটি ব্যাংক রপ্তানি খাতের গ্রাহকদের সাত দিন চব্বিশ ঘণ্টা সেবার আওতায় নিয়ে আসবে।”

সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ এবং প্রিমাডলার বাংলাদেশের প্রধান মুনাওয়ার উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।