এসআইবিএলের ডুয়াল প্রিপেইড কার্ড

দেশে কিংবা দেশের বাইরে থেকে পণ্য বা সেবা কিনে অনলাইনে খুব সহজেই মূল্য পরিশোধ করা যায় এরকম কার্ড নিয়ে এসেছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2020, 05:54 PM
Updated : 12 July 2020, 05:54 PM

রোববার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “দেশে-বিদেশে সহজে ব্যবহার্য এই কার্ডটি অত্যন্ত গ্রাহক-বান্ধব ও সময়োপযোগী করে প্রণয়ন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড।

“এটা এমন একটি ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড, যা দেশে ও বিদেশে যে কোনো এটিএম ও পস টার্মিনালসহ বিভিন্ন ই-কমার্স লেনদেনে ব্যবহার করা যায়।”

এই কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা দেশে ও বিদেশে তাদের টিউশন ফি দেওয়ার পাশাপাশি আইইএলটিএস, টোফেল, জিআরই টাকা দিতে পারবে।

এই কার্ডে ফ্রি-ল্যান্সারদের জন্যও রয়েছে বাড়তি সুবিধা। তারা সহজেই এসআইবিএল ডুয়াল প্রি-পেইড কার্ডের মাধ্যমে গুগল, উইন্ডোজ, ব্ল্যাকবেরিসহ বিখ্যাত অনলাইন কোম্পানির রেজিস্ট্রেশন বা লাইসেন্স ফিসহ বিভিন্ন সেবা গ্রহণের টাকা দিতে পারেন।

 এছাড়াও অনলাইন প্রশিক্ষণ, ভেন্ডর সার্টিফিকেশন প্রোগ্রাম, ওয়েবসাইটের ডোমেইন রেজিস্ট্রেশন, হোস্টিং এবং ক্লাউড সল্যুশনসহ বিভিন্ন পেমেন্ট এসআইবিএল ডুয়াল প্রি-পেইড কার্ডের মাধ্যমে করা যায়।