ক্রেডিট কার্ডের বিল বিকাশে

মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে এখন ভিসা ও অ্যামেক্স ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করা যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2020, 05:52 PM
Updated : 12 July 2020, 05:52 PM

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ বলেছে, “বাড়তি খরচ ছাড়াই করোনাকালীন সময়ে বিকাশে ভিসা ও অ্যামেক্স ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে পারছেন গ্রাহক।”

জুলাই-আগস্ট মাসে ক্রেডিট কার্ডের বিল বিকাশের মাধ্যমে পরিশোধ করলে, বিলের পরিমাণের উপর ১ শতাংশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক করছে বিকাশ।

তবে তা পেতে শর্ত আছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “অফার চলাকালীন একজন গ্রাহক সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। ফলে গ্রাহক ২০ হাজার টাকা পর্যন্ত ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে পারছেন বাড়তি খরচ ছাড়াই।”

গ্রাহক প্রয়োজনে বিকাশের অ্যাড মানি সেবা ব্যবহার করে যে কোনো ভিসা বা মাস্টার কার্ড থেকে টাকাও আনতে পারছেন বিকাশে।

ক্রেডিট কার্ডের বিল পরিশোধ

বিকাশ অ্যাপের মূল মেনু থেকে ‘পে বিল’ আইকনে ট্যাপ করে ‘সিটি ব্যাংক অ্যামেক্স ক্রেডিট কার্ড বিল’ এবং ‘ভিসা ক্রেডিট কার্ড বিল’ অপশন দু’টি থেকে গ্রাহককে তার কার্ডটি নির্বাচন করতে হয়। পরের ধাপে ক্রেডিট কার্ড নম্বর, বিলের পরিমাণ এবং শেষে বিকাশ পিন দিলেই বিল পরিশোধ প্রক্রিয়াটি সম্পন্ন হবে।