ঢাকা-বরিশাল প্রতিদিন ইউএস-বাংলার ফ্লাইট

বেসামরিক বিমান কর্তৃপক্ষ- বেবিচকের সায় পাওয়ার পর করোনাভাইরাস মহামারী সময়ে ঢাকা বরিশাল রুটে ফ্লাইট চালানো শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2020, 02:09 PM
Updated : 12 July 2020, 02:09 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান সংস্থাটি জানায়, সাড়ে তিন মাস পর রোববার এই রুটে ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে।

এখন প্রতিদিন বিকাল ৪টা ১৫ মিনিটে ঢাকা থেকে বরিশাল এবং বিকাল ৫টা ২৫ মিনিটে বরিশাল থেকে ঢাকায় ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।

এই রুটে সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ের জন্য নূন্যতম ২৫০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ব্যবহার করে টিকেট করলে গ্রাহকরা ভাড়ার উপর ১২ শতাংশ মূল্যছাড় পাবেন।

এছাড়া ইউএস-বাংলার স্কাইস্টার গ্রাহকরা ১২ শতাংশ মূল্যছাড়ে এয়ারলাইন্সের নিজস্ব সেলস অফিস থেকে টিকেট সংগ্রহ করতে পারবেন। 

৭২ আসনের নতুন এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-বরিশাল-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

সংস্থাটির বহরে এখন ছয়টি এটিআর ৭২-৬০০সহ মোট ১৩টি উড়োজাহাজ রয়েছে।

মহামারীর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স বরিশাল ছাড়াও ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর ও সৈয়দপুর রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর গত মার্চে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।

জুনের শুরুতে সিলেট, চট্টগ্রাম, সৈয়দপুর, যশোরে বিমান চলাচল শুরু হলেও বরিশাল রুটে বন্ধ ছিল।

বরিশাল রুটে রোববার থেকে বিমান চলাচল শুরুর কথা শনিবার জানিয়েছিল বেবিচক।