ওয়ালটনের মালামাল লুটের মামলায় একজনের ‘দোষ স্বীকার’

রাজধানীর পান্থপথ থেকে ওয়ালটনের টিভি, রেফ্রিজারেটর ডাকাতির ঘটনায় দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন এক আসামি।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2020, 03:02 PM
Updated : 10 July 2020, 03:02 PM

দ্বিতীয় দফা রিমান্ড চলার মধ্যে সুমন নামের ওই যুবক বৃহস্পতিবার স্বেচ্ছায় জবানবন্দি দিতে রাজি হন। পরে তাকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র শীল।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম তোফাজ্জল হোসেন তার খাসকামরায় জবানবন্দি রেকর্ড করেন। এরপর সুমনকে কারাগারে পাঠানো হয়েছে।

সুমনের সঙ্গে দ্বিতীয় দফায় রিমান্ড মঞ্জুর হয়েছিল আরেক আসামি রানার। দুই দিনের রিমান্ড শেষে শুক্রবার রানাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৩ জুন রাত ১২টায় পান্থপথে ওয়ালটনের (এসটি) বিক্রয় কেন্দ্রের সামনে থেকে ৫টি এলইডি টিভি এবং ২৪টি রেফ্রিজারেটর বোঝাই একটি পিকআপ ভ্যান ডাকাতি হয়।

এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় সুমন ও রানাসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে বেশ কিছু মালামাল।

এর আগে গত ৫ জুলাই সুমন ও রানাকে একদিন করে এবং ৭ জুলাই দুই দিনের করে রিমান্ড মঞ্জুর করে আদালত।