কোরবানির চামড়া কিনতে অগ্রাধিকার ভিত্তিতে ঋণ দেওয়ার নির্দেশ

কোরবানির ঈদে কাঁচা চামড়া কিনতে ব্যবসায়ীদের অগ্রাধিকার ভিত্তিতে ঋণ দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রধান অর্থনৈতিক প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2020, 08:52 PM
Updated : 9 July 2020, 08:52 PM

ঋণ প্রদানের ক্ষেত্রে সহায়ক জামানত গ্রহণের ক্ষেত্রেও নমনীয় হতে বলা হয়েছে।

বৃহস্পতিবার এক সার্কুলার জারির মাধ্যমে এ নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এতে বলা হয়েছে, “আসন্ন কোরবানির ঈদে চামড়া শিল্পের ব্যবসায়ী/শিল্প প্রতিষ্ঠান যাতে কাঁচা চামড়া ক্রয় করতে সক্ষম হয় সেলক্ষ্যে ব্যাংকগুলো অগ্রাধিকার ভিত্তিতে ঋণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করবে।

“ঋণ প্রদানের ক্ষেত্রে সহায়ক জামানত গ্রহনের বিষয়টি নমনীয়ভাবে দেখার জন্য পরামর্শ প্রদান করা হল।”

এর আগে গত ৫ জুলাই আরেক সার্কুলারে চামড়া শিল্প খাতের উদ্যোক্তাদের মধ্যে যারা ঋণ পরিশোধ করতে না পেরে খেলাপি হয়েছেন, কোরবানির ঈদ সামনে রেখে তাদের বিশেষ সুবিধা দিতে বলা হয়েছিল।

মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্টে তারা ঋণ পুনঃতফসিলের সুযোগ পাবেন। এই সুবিধা পেতে হলে ৩০ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে বলে সার্কুলারে জানানো হয়েছে।