বিকাশে টাকা পরিশোধের সুযোগ সাত হাজার ফার্মেসিতে

করোনাভাইরাস মহামারীর সময়ে বাংলাদেশের আটটি বিভাগের সাত হাজার ‍ওষুধের দোকানে কেনাকাটায় বিকাশে টাকা পরিশোধ করা যাবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2020, 02:17 PM
Updated : 9 July 2020, 02:17 PM

এর সাথে জুলাই ও অগাস্ট মাস জুড়ে এসব দোকানে বিকাশে পেমেন্ট করলেই গ্রাহকরা পাবেন পাঁচ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিকাশ।

১ জুলাই শুরু হওয়া অফারটি চলবে ৩১ অগাস্ট পর্যন্ত।

আরো অনেক ফার্মেসি এই সেবার আওতায় আসছে বলে জানিছে বিকাশ।

বিকাশ অ্যাপ দিয়ে অথবা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে পেমেন্ট করল পাওয়া যাবে ক্যাশব্যাক। ক্যাশব্যাক পেতে কিছু শর্ত দিয়েছে বিকাশ।  

অফারের সময়ে একজন গ্রাহক মোট ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। দৈনিক সর্বোচ্চ ২৫ টাকা করে মাসে পাঁচ বারে সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।

বিকাশ পেমেন্টে করা যায় এমন সব ফার্মেসির তালিকা ও ঠিকানা এবং ক্যাশব্যাক অফারের বিস্তারিত পওয়া যাবে https://www.bkash.com/offers_pharmacy এই লিংকে।