ডায়মন্ড ওয়ার্ল্ডের আমদানি করা সোনা বিক্রির উদ্বোধন

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে আমদানি করা সোনার প্রথম চালান থেকে বিক্রি কার্যক্রমের উদ্বোধন করলেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2020, 04:52 PM
Updated : 5 July 2020, 04:52 PM

২০১৮ সালের স্বর্ণ নীতিমালা অনুসরণ করে অনুমোদিত গোল্ড ডিলার হিসেবে গত ৩০ জুন প্রথমবারের মত ১১ কেজি সোনার বার আমদানি করে ডায়মন্ড ওয়ার্ল্ড।

শনিবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে এর বিক্রির উদ্বোধন করা হয় বলে ডায়মন্ড ওয়ার্ল্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই সহ-সভাপতি এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালাসহ ফেডারেশনের পরিচালকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নতুন নিয়মে স্বর্ণ আমদানির সূচনা করায় ডায়মন্ড ওয়ার্ল্ডকে অভিনন্দন জানিয়ে ফজলে ফাহিম বলেন, “মুক্ত বাণিজ্যের এই সময়ে ডায়মন্ড ওয়ার্ল্ড ও অন্য প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের জুয়লারি শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।”

ডায়মন্ড ওয়ার্ল্ডই বাংলাদেশের প্রথম ও একমাত্র প্রতিষ্ঠান, যারা আকাট হীরা আমদানি করে কেটে ও পালিশ করে বিদেশে রপ্তানি করছে।