ঢাকার তিন হাসপাতালকে প্রাণ-আরএফএলের সুরক্ষা সামগ্রী

রাজধানীর তিন হাসপাতালে করোনাভাইরাস চিকিৎসায় সুরক্ষা সামগ্রী দিয়েছে শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ-আরএফএল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2020, 09:45 PM
Updated : 4 July 2020, 09:45 PM

বৃহস্পতিবার রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল এবং রেলওয়ে জেনারেল হাসপাতালে এসব সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল এ তিনটি হাসপাতালে সার্জিক্যাল মাস্ক, পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, গগলস ও হেডক্যাপ হস্তান্তর করেন।

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক টিটু মিয়া, ঢাকা মহানগর জেনারেল হাসপাতালের পরিচালক ডা. প্রকাশ চন্দ্র রায় এবং কমলাপুর রেলওয়ে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সৈয়দ ফিরোজ আলমগীর এসব সুরক্ষা সামগ্রী গ্রহণ করেন।

প্রাণ-আরএফএল কর্মকর্তা কামরুজ্জামান কামাল বলেন, “করোনাকালে স্বাস্থ্যকর্মীরা রোগীদের সেবা দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা যাতে সুরক্ষিত থেকে এ মহৎ কাজটি চালিয়ে যেতে পারেন সেজন্য আমরা দেশের বিভিন্ন স্থানের হাসপাতালগুলোতে সুরক্ষা সামগ্রী দিচ্ছি।”

এর আগে স্বাস্থ্য অধিদপ্তর এবং ঢাকা, চট্টগ্রাম ও ভোলার ১৫টি হাসপাতালে মাস্ক, পিপিই, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ও নমুনা সংগ্রহের বুথ দেয় প্রাণ-আরএফএল।

এছাড়া চট্টগ্রামে কর্মরত পুলিশ সদস্যদের নিরাপত্তার জন্য সুরক্ষা সামগ্রী দিয়েছে গ্রুপটি।