ঢাকার তিন হাসপাতালে সুরক্ষা সামগ্রী দিল প্রাণ-আরএফএল

কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় নির্ধারিত ঢাকার তিনটি সরকারি হাসপাতালের চিকিৎসক ও নার্সদের জন্য সুরক্ষা সামগ্রী দিয়েছে শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2020, 02:26 PM
Updated : 27 June 2020, 02:26 PM

শনিবার এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বৃহস্পতিবার হাসপাতাল সংশ্লষ্টদের কাছে সুরক্ষা সামগ্রী তুলে দেন।

শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ফারুক আহমেদ, কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের পরিচালক ডা. এ কে এম সারওয়ারুল আলম এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার মেজর শেখ মোহাম্মদ ইদি আমিন এসব সুরক্ষা সামগ্রী গ্রহণ করেন।
এ তিনটি হাসপাতালকে সার্জিক্যাল মাস্ক, পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, গগলস ও হেড ক্যাপ দিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা, চট্টগ্রাম ও ভোলার ১২টি হাসপাতালে মাস্ক, পিপিই, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার এবং করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের বুথ দেওয়া হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে। এছাড়া চট্টগ্রামে কর্মরত পুলিশ সদস্যদের জন্যও তারা সুরক্ষা সামগ্রী দিয়েছে।