চট্টগ্রামের হাসপাতালে ৭ ভেন্টিলেটর দিল প্রিমিয়ার সিমেন্ট

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালকে সাতটি ভেন্টিলেটর দিয়েছে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2020, 03:17 PM
Updated : 24 June 2020, 03:17 PM

বুধবার এ কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্ততে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, “প্রয়োজনের তুলনায় চট্টগ্রামে হাসপাতাল, শয্যা সংখ্যা এবং আইসিইউ সুবিধা খুবই অপ্রতুল্য। এ অবস্থায় মানবতার ডাকে সাড়া দিয়ে দেশের শীর্ষস্থানীয় সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড সাতটি ভেন্টিলেটর মেশিন মা ও শিশু হাসপাতালকে হস্তান্তর করে।”

এ হাসপাতালের নতুন ভবন নিমার্ণের জন্য এর আগে প্রিমিয়ার সিমেন্টের পক্ষ থেকে নির্মাণ সামগ্রী এবং ৬০ লাখ টাকা অনুদান দেওয়া হয় বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

সেখানে বলা হয়, সীকম গ্রুপের কর্ণধার এবং প্রিাময়ার সিমেন্ট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক ইতোমধ্যে চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোডের সিটি কনভেনশন হলটি কোভিড-১৯ রোগীদের আইসোলেশনের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করেছেন।

তথ্যমন্ত্রী হাসান মাহমুদ গত ১৩ জুন ওই আইসোলেশন সেন্টারের উদ্বোধন করেন।