প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আইডিএলসির ২ কোটি ৪০ লাখ টাকা

করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ২ কোটি ৪০ লাখ অনুদান দিয়েছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2020, 07:14 AM
Updated : 5 June 2020, 07:14 AM

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে এই অনুদানের চেক হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর পক্ষে তার মুখ্য সচিব আহমদ কায়কাউস চেকটি গ্রহণ করেন বলে আইডিএলসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

আরিফ খান বলেন, “সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কোভিড-১৯ এর দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। আইডিএলসি সব সময় দেশের সঙ্কটকালে জনমানুষের কল্যাণে ভূমিকা পালন করে থাকে।"

আইডিএলসি গত কিছুদিনে পাঁচটি সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে সারা দেশে ৮ হাজার পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।