করোনাভাইরাসে আরেক ব্যাংকারের মৃত্যু

ঢাকায় ন্যাশনাল ব্যাংকের দিলকুশা শাখার একজন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2020, 11:41 AM
Updated : 2 June 2020, 12:34 PM

৪৬ বছর বয়সী আবুল বাশার ওই শাখার হিসাব বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ ছিলেন। রাজধানীর হলি ফ্যামেলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয় বলে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এ এস এম বুলবুল জানান।

মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ঈদের আগের দিন করোনাভাইরাস ধরা পড়ায় আবুল বাশার হলি ফ্যামেলিতে ভর্তি হয়েছিলেন। তখনই দিলকুশা শাখা অবরুদ্ধ করে ফেলা হয়।

ওই শাখার গ্রাহকদের পাশের অন্য শাখায় লেনদেন করতে নোটিস টাঙ্গিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে দিলকুশা শাখার সব কর্মকর্তা-কর্মচারীকে করোনাভাইরাস পরীক্ষা করতে বলা হয়েছে।

এর আগে ন্যাশনাল ব্যাংকের সীমান্ত স্কয়ার শাখার এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান ঈদের আগে।

এছাড়া সিটি ব্যাংকের মানবসম্পদ বিভাগের একজন এফভিপি, রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের একজন ডিজিএম, সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের একজন সিনিয়র প্রিন্সিপাল অফিসার মারা গেছেন করোনাভাইরাসে।

স্বাস্থ্য অধিদপ্তর এ পর্যন্ত দেশে ৫২ হাজার ৪৪৫ জন কোভিড-১৯ রোগী শনাক্তের তথ্য দিয়েছে, তাদের মধ্যে ৭০৯ জনের মৃত্যু হয়েছে।