নিলুফার মঞ্জুরের মৃত্যুতে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শোক

করোনাভাইরাসে ঢাকার সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2020, 06:30 PM
Updated : 28 May 2020, 06:30 PM

প্রতিষ্ঠানটির এক শোক বার্তায় বলা হয়েছে, “পাইওনিয়ার ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ এবং সকল কর্মকর্তা ও কর্মচারীর পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

করোনাভাইরাসে আক্রান্ত নিলুফার মঞ্জুর গত ২৬ মে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

নিলুফার ১৯৭৪ সালের ১৫ জানুয়ারি ঢাকার সানবিমস স্কুলের প্রতিষ্ঠা করেন, যা এখন দেশের অন্যতম সেরা ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

নিলুফার মঞ্জুর পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা সৈয়দ মঞ্জুর এলাহীর সহধর্মিণী এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সদস্য সৈয়দ নাসিম মঞ্জুরের মাতা।