এখন আমি সুস্থ আছি: এ কে আজাদ

কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর এখন ‘সুস্থ হয়ে উঠেছেন’ বলে জানিয়েছেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2020, 07:36 PM
Updated : 24 May 2020, 05:41 PM

রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘আট-দশ দিন আগে’ স্কয়ার হাসপাতালে নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এরপর ডাক্তারের পরামর্শে তিনি বাসাতেই চিকিৎসা নেন।

“তিন দিন আগে আবার পরীক্ষা করিয়েছি; নেগেটিভ এসেছে। এখন আমি সুস্থ আছি, বাসাতেই আছি।”

তবে সিএমএইচে ‘প্লাজমা থেরাপি’ নেওয়ার খবরটি ‘সঠিক নয়’ বলে জানিয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক এই সভাপতি।

এ কে আজাদ (৬১) মূলত প্রতিষ্ঠা পেয়েছেন তৈরি পোশাকের ব্যবসা দিয়ে। তার হা-মীম গ্রুপ দেশে টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের অন্যতম বড় বৃহৎ গ্রুপ।

এই গ্রুপের ব্যবসা এখন ছড়িয়ে আছে বস্ত্র, প্যাকেজিং, পাট, চা, রসায়ন, পরিবহনসহ বিভিন্ন খাতে। আজাদ শাহজালাল ইসলামী ব্যাংকেরও একজন পরিচালক।

বেসরকারি টেলিভিশন স্টেশন চ্যানেল ২৪ এবং দৈনিক সমকাল আজাদের মালিকানাধীন টাইমস মিডিয়া লিমিটেডের দুটি প্রতিষ্ঠান। তিনি সমকালের প্রকাশক এবং চ্যানেল ২৪ এর ব্যবস্থাপনা পরিচালক।

[এটি একটি ডেভেলপিং স্টোরি। কিছু সংশোধনসহ নতুন তথ্য যোগ করা হয়েছে।]