করোনাভাইরাস: সোনালী ব্যাংকের শিল্প ব্যাংক ভবন শাখা বন্ধ

একজন কর্মকর্তা করোনাভাইরাস আক্রান্ত হওয়ায় সোনালী ব্যাংকের মতিঝিলের শিল্প ভবন করপোরেট শাখা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2020, 01:04 PM
Updated : 20 April 2020, 01:22 PM

সোমবার থেকে এ শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ বলে সোনালী ব্যাংকের উপ মহাব্যবস্থাপক রেজাউল করিম ভুঁইয়ার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, এই শাখার গ্রাহকরা মঙ্গলবার থেকে পার্শ্ববর্তী দিলকুশা করপোরেট শাখা থেকে লেনদেনসহ জরুরি সেবা নিতে পারবেন।

সহকর্মী আক্রান্ত হওয়ার পর ওই শাখার বাকি কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়নি।

এর আগে গত ৮ এপ্রিল অগ্রণী ব্যাংকের একজন কর্মকর্তার দেহে নতুন  করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর ঢাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির প্রিন্সিপাল শাখা বন্ধ করে দেওয়া হয়। অগ্রণী ব্যাংকের ওই শাখার ৬৪ জন কর্মকর্তাকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছিল।

বৈশ্বি মহামারীতে রূপ নেওয়া করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের সাধারণ ছুটি ঘোষণা ও লকডাউনের মধ্যেও সারা দেশে সীমিত পরিসরে ব্যাংক চালু রয়েছে।