চুরি হওয়া দুটি ট্রাক উদ্ধার করেছে এনট্র্যাক
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Apr 2020 09:46 PM BdST Updated: 12 Apr 2020 09:46 PM BdST
মহামারী নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউনের মধ্যেও চুরি হওয়া দুটি ট্রাক উদ্ধার করেছে এনট্র্যাক।
রোববার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস ঠেকাতে সরকারি নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে চলছে লকডাউন। এই পরিস্থিতির মধ্যে এনট্র্যাক কাজ করে যাচ্ছে পরিবহন মালিক সমিতি, পণ্য পরিবহন ও বাজার নিয়ন্ত্রণকারী সংস্থfগুলোর সাথে।
নিরাপদে ও সময়মতো পণ্য পরিবহনকারী গাড়ি এবং ট্রাক নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করে যাচ্ছে এনট্র্যাক ভেহিকেল ট্র্যাকিং সলিউশন ।
তারই ফলশ্রুতিতে সম্প্রতি এনট্র্যাক ভেহিকেল ট্র্যাকারের সাহায্যে দুটি চুরি হওয়া ট্রাক উদ্ধার করা সম্ভব হয়েছে। ট্রাক দুটির মালিক যথাক্রমে মজিব উল্লাহ্ ও আবদুল মান্নান।
উদ্ধার হওয়া ট্রাক সম্পর্কে মজিব উল্লাহ্র বলেন, যাবার ঘটনাটি ঘটে গত ৩ এপ্রিল দুপুর ১২টার দিকে তার ট্রাকটি চুরি হয়। এনট্র্যাক টেকনিক্যাল টিম দ্রুততম সময়ের মাঝে তাকে বিষয়টি অবহিত করলে তিনি কাছের পুলিশ স্টেশনকে জানান।পরের দিন ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়।
ফিরে পাওয়া ট্রাকের আরেক মালিক আবদুল মান্নান বলেন, টাঙ্গাইলের বাসিন্দা হলেও তার ট্রাকটি উদ্ধার হয়েছে এনট্র্যাক টেকনিক্যাল টিমের দেয়া লোকেশন অনুযায়ী নাটোরের বড়ইগ্রাম থেকে।
এনট্র্যাক ভেহিকেল ট্র্যাকিং সেবা নিটোল নিলয় গ্রূপের একটি সহপ্রতিষ্ঠান।
এনট্র্যাক বাংলাদেশের সবচেয়ে বড় জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে গাড়ি এবং নৌযান ম্যানেজমেন্ট সার্ভিস প্রদান করে থাকে। ২০০৯ সালে দেশের প্রথম ট্র্যাকিং সার্ভিস প্রদানকারী হিসাবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনে (বিটিআরসি) নিবন্ধিত হয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।
-
বীমা সেবায় গ্রাহকের স্বার্থকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী
-
আইডিএলসি ছাড়লেন আরিফ খান
-
মাইলো, নিডো ও ম্যাগির জুটি আকবর আলী
-
ইসলামী ব্যাংকের ‘বিশেষ ক্যাম্পেইন’ শুরু
-
পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
-
পোশাকখাতের তরুণ উদ্যোক্তাদের নতুন সংগঠন বায়লা
-
গ্রাহকরা বুঝে পেলেন ‘রূপায়ণ ত্রিবেনী’
-
ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি হচ্ছে ফ্রেশ বিস্কুট
সর্বাধিক পঠিত
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- টিভি সূচি (সোমবার, ০১ মার্চ ২০২১)
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- হতাশা পেছনে ফেলে জয়ে ফিরল লিভারপুল