কোভিড-১৯: ব্যাংকগুলোকে কঠোর হতে বলল কেন্দ্রীয় ব্যাংক

মহামারী নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ব্যাংকগুলোতে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে প্রয়োজনে প্রশাসনের সহায়তা নিতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2020, 05:12 PM
Updated : 8 April 2020, 05:12 PM

বুধবার সকালে রাজধানীর মতিঝিলে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখায় একজন কর্মকর্তার দেহে নভেল করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর এ নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক সার্কুলারে এ নির্দেশন দেওয়া হয়েছে।

বুধবার সকাল থেকে অগ্রণী ব্যাংকের ওই শাখাটি ‘লকডাউনে’ বলে জানিয়েছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই শাখার সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।”

‘করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে ব্যাংকের করণীয়’ শীর্ষক সার্কুলারে বলা হয়েছে, গত ২২ মার্চের সার্কুলারে ব্যাংকিং কার্যক্রম ব্যতিত দর্শনার্থী/সাক্ষাৎ প্রার্থীদের ব্যাংকে আগমন নিরুৎসাহিত করতে বলা হয়েছিল। ব্যাংকে উপস্থিত সকলের মধ্যে যাতে নির্দিষ্ট দূরত্ব (বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী) বজায় থাকে সে বিষয়টি নিশ্চিত করতেও বলা হয়েছিল।

কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন ব্যাংকে আগত বিভিন্ন ভাতা গ্রহণকারীসহ গ্রাহক/দর্শনার্থী/সাক্ষাৎ প্রার্থী ও কর্মকর্তা/কর্মচারীরা ব্যাংকে আগমন করার পর নির্দিষ্ট দূরত্ব বজায় রাখছেন না।

“এ অবস্থায় পুনরায় নির্দেশনা দেয়া যাচ্ছে যে, ব্যাংকে আগত বিভিন্ন ভাতা গ্রহণকারীসহ গ্রাহক/দর্শনার্থী/সাক্ষাৎ প্রার্থী ও কর্মকর্তা/কর্মচারীরা ব্যাংকে আগমন করার পর যাতে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখেন সে বিষয়টি নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহায়তা গ্রহণ করা যেতে পারে।”