প্রধানমন্ত্রীর তহবিলে এআইবিএলের ৫ কোটি টাকা

মাহামারী নভেল করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঁচ কোটি টাকা অনুদান দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড-এআইবিএল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2020, 12:22 PM
Updated : 5 April 2020, 12:22 PM

করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকারের চলমান পদক্ষেপগুলোকে আরও বেগবান করতে এই অনুদান দেওয়া হয়েছে।

ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) উদ্যোগে এআইবিএল প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এই পাঁচ কোটি টাকা অর্থ সহায়তা প্রদান করেছে।

প্রধানমন্ত্রীর অ্যাসাইমেন্ট অফিসার মোহাম্মদ শামিম মুসফিকের হাতে বিএবি’র চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার চেক তুলে দেন।

এআইবিএলের সব কমকর্তা-কর্মচারীর এক দিনের বেতন ৮৩ লাখ ১৮ হাজার ৩৪০ টাকার চেক প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।