চিকিৎসকদের জন্য পিপিই দিল একমি

মহামারী নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় চিকিৎসকদের সুরক্ষার  জন্য পারসোনাল প্রটেক্টিভ ইক্যুপমেন্ট (পিপিই) দিয়েছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2020, 10:27 AM
Updated : 5 April 2020, 10:58 AM

শনিবার স্বাস্থ্য মন্ত্রনালয়ের ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমানের কাছে এই পিপিই হস্তান্তর করা হয়েছে।

রোববার একমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,বহির্বিশ্বের মত বাংলাদেশও করোনাভাইরাসের বিস্তার ঘটছে। এই রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্যে এই মূহুর্তে প্রথম সারির যোদ্ধা হচ্ছেন  চিকিৎসকরা।

তাদের সার্বিক নিরাপত্তা, সুস্থতা ও সুরক্ষার লক্ষ্যে পিপিই’র সরবরাহ নিশ্চিত করার কোন বিকল্প নেই।

“এই বিষয়টি সক্রিয় বিবেচনায় নিয়েই একমি সরকারকে পিপিই সরবরাহ করেছে।”

পিপিই হস্তান্তর অনুষ্ঠানে একমির ব্যবস্থাপনা পরিচালকের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বিক্রয় ও বিতরণ বিভাগের পরিচালক ফেরদৌস খান, প্রোকিউরমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক সাঈদ হোসেন পাটওয়ারী ও মার্কেটিং বিভাগের উপমহা ব্যবস্থাপক মোহাম্মদ জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন।