কোভিড-১৯: জীবাণুনাশক ছিটাবে এফবিসিসিআই

মহামারী নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯)সংক্রমণ ঠেকাতে রজধানীয় ঢাকা ও নারায়নগঞ্জের রাস্তায় জীবাণুনাশক ছিটাবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2020, 03:17 PM
Updated : 31 March 2020, 03:17 PM

করোনাভাইরাস মোকাবেলা কার্যক্রমের অংশ হিসেবে দুদিন ব্য্যাপী নারায়নগঞ্জ থেকে ঢাকার উত্তরা পর্যন্ত এই জীবাণুনাশক ছিটানো হবে বলে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ কার্যক্রম বাস্তবায়নের জন্য এফবিসিসিআই বাংলাদেশ ট্যাংকলরি অ্যাসোসিয়েশন এবং ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পেরেশনের সাথে সহযোগিতার ভিত্তিতে কাজ করবে।

মোট ২০টি ট্যাংকলরির মাধ্যমে মতিঝিলের ফেডারেশন ভবনের সামনে থেকে বুধবার সকাল সাড়ে টায় জীবাণুনাশক ছিটানোর কাজ শুরু হবে। নারায়নগন্জ ও ঢাকা শহরের উত্তরা ও গাবতলীসহ বেশিরভাগ অংশ যেন এ কার্যক্রমের আওতায আসে সেজন্য ৪টি রুটে ভাগ করে জীবাণু ধ্বংসের কাজ চলবে।

>> রুট -১: ৫টি ট্যাংকলরি, মতিঝিল হতে গাবতলী (মতিঝিল-জিপিও-শাহবাগ-এলিফ্যান্ট রোড- ঝিগাতলা-মোহাম্মদপুর-আসাদগেট-শ্যামলী-গাবতলী)

>> রুট-২ : ৫টি ট্যাংকলরি, মতিঝিল হতে উত্তরা (মতিঝিল-ফকিরাপুল-কাকরাইল-শান্তিনগর-মালিবাগ-রামপুরা-নতুনবাজার-বিশ্বরোড- এয়ারপোর্ট-উত্তরা)

>> রুট-৩: ৫টি ট্যাংকলরি, মতিঝিল হতে গুলশান (মতিঝিল-কমলাপুর-রাজারবাগ-শাহাজাহানপুর-রামপুরা-হাতিরঝিল-গুলশান)

>> রুট-৪: ৫টি ট্যাংকলরি, মতিঝিল হতে নারায়নগঞ্জ (মতিঝিল-গুলিস্থান-নাবাবপুর-ইংলিশরোড-বাবুবাজার-চুনকাটিয়া-নারায়নগঞ্জ)