প্রতিকুলতার মধ্যেও হুয়াওয়ের আয় বেড়েছে ১৯%

গত বছরে হুয়াওয়ের ১২৩ বিলিয়ন ডলার আয় করেছে। এই অংক ২০১৮ সালের চেয়ে ১৯ দশমিক ১ বেশি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2020, 02:57 PM
Updated : 31 March 2020, 02:57 PM

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের ২০১৯ সালের বার্ষিক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার চীনের শেনঝেন শহরে এক সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

 ‘২০১৯ সালটি হুয়াওয়ের জন্য অসাধারণ একটি বছর ছিলো’ মন্তব্য করে সংবাদ সম্মেলনে হুয়াওয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এরিক যু বলেন, “বাইরের নানান চাপ ও প্রতিকুলতা সত্তেও আমাদের কর্মীরা কেবল ভালোমানের নতুন পণ্য ও সেবা তৈরির প্রতিই অধিক মনোযোগ দিয়েছে। গ্রাহকদের শ্রদ্ধা ও আস্থা অর্জনে আমরা এবং সারা বিশ্বে আমাদের অন্যান্য অংশীদারেরা  কঠোর পরিশ্রম করেছি। ফলশ্রুতিতে ব্যবসাও ভালো হয়েছে।”

প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে প্রতিষ্ঠানটির মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৮৫৮ দশমিক ৮ বিলিয়ন চীনা ইউয়ান বা ১২৩ বিলিয়ন মার্কিন ডলার। যা গত বছরের অন্যান্য বছরের চেয়ে ১৯ দশমিক ১ শতাংশ বেশি।

খাতভিত্তিক আয়ে সবার শীর্ষে কনজ্যুমার ব্যবসা খাত। বিক্রি হয়েছে ২৪ কোটি স্মার্টফোন। আয়ের পরিমাণ প্রায় ৬৬ দশমিক ৯ বিলিয়ন ডলার। প্রবৃদ্ধি ৩৪ শতাংশ।

ক্যারিয়ার ব্যবসা থেকে আয় হয়েছে ৪২ দশমিক ৫ বিলিয়ন ডলার। ২০১৮ সালের তুলনায় যা প্রায় ৩ দশমিক ৮ শতাংশ বেশি।

আমেরিকা অঞ্চলেও প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৬ শতাংশ। আয় হয়েছে ৭ দশমিক ৫ বিলিয়ন ডলার।