ডেকো ফুডের করোনাভাইরাস সচেতনতা কার্যক্রম

মহামারী নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে  ‘দূরে থাকুন’ স্লোগান নিয়ে ডেকো ফুড সারা দেশে মুদি বা নিত্য প্রয়োজনীয়  দ্রবের দোকানের সামনে ভোক্তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রাখতে সিএসআর কার্যক্রম শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2020, 11:00 AM
Updated : 28 March 2020, 11:00 AM

ডেকো ফুডের ৭০০ কর্মী ঢাকা , সিলেট, গাজীপুর, মৌলভীবাজার, বগুরা, রংপুর , রাজশাহী, যশোর, কুমিল্লা , চট্রগ্রামসহ সমগ্র বাংলদেশে এই কার্যক্রম সফল করতে কাজ করছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দোকানের সামনে অন্তত তিন ফুট দূরে দূরে গোলচিহ্ন একে দেওয়া হয়েছে। ক্রেতারা এসে এ সব চিহ্নত স্থানে দাঁড়াচ্ছেন। সামনের ব্যক্তিটি কেনাকাটা সেরে গোলচিহ্নিত স্থান ত্যাগ করছেন। ততক্ষণ পেছনের ব্যক্তিটি তিন ফুট পেছনে থাকা গোলচিহ্নিত স্থানে অপেক্ষা করছেন। সামনের জন স্থান ত্যাগ করলেই কেবল পেছনের জন এগিয়ে গিয়ে কেনাকাটা শুরু করতে পারছেন।