র‌্যাংগস মোটরসের ‘সচেতনতাই হোক বড় শক্তি’ উদ্যোগ

মহামারী নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ‘সচেতনতাই হোক বড় শক্তি’ নামে একটি সামাজিক উদ্যোগ গ্রহন করেছে র‌্যাংগস মোটরস লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2020, 05:19 PM
Updated : 25 March 2020, 05:19 PM

এ উদ্যোগের অংশ হিসেবে রাজধানীর সায়দাবাদ, ফুলবাড়িয়া ও মহাখালি বাস টার্মিনালের প্রতিটি বাস, টিকেট কাউন্টার এবং যাত্রীদের অপেক্ষা করার স্থানগুলোতে জীবাণুনাশক ছিটানো হয়েছে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই ছুটিতে গ্রামের বাড়িতেও যাওয়ার জন্য সবাই বাস টার্মিনারগুলোতে ভিড় জমাচ্ছেন।

যাত্রাপথে কারও মাধ্যমে যেনো করোনাভাইরাসের বিস্তার ন হয় সে বিষয়টি বিবেচনায় নিয়েই বাস ও টার্মিনালগুলোতে জীবাণুনাশক ছিটানো হয়েছে এবং যাত্রী, চালক এবং হেল্পারদের সচেতন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

র‌্যাংগস মোটরস ২৫ বছর ধরে ভলভো আইশার ব্র্যান্ডের বাস ও ট্রাক বাংলাদেশে বাজারজাত করছে। সামাজিক দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।