করোনাভাইরাস: ডেটলের হাত ধোয়া ক্যাম্পেইন

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দোকানদারদের সচেতন করতে এবং তাদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে ‘হাইজিন ক্যাম্পেইন’ পরিচালনা করছে অ্যান্টিসেপটিক সাবানের ব্র্যান্ড ডেটল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2020, 05:41 PM
Updated : 24 March 2020, 05:41 PM

ডেটল বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি সংকট মোকাবেলায় বিনামূল্যে ডেটল সাবান সরবরাহ করা হচ্ছে।

এ পর্যন্ত লক্ষাধিক দোকানদারকে এই সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে এবং তাদের প্রত্যেককে ডেটল দিয়ে হাত পরিস্কার করানো হয়েছে।

ডেটল বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার ফারনাজ করিম বলেন, “একটি দায়িত্বশীল ব্র্যান্ড হিসেবে এই সময়ে সকলের পাশে দাঁড়ানো উচিত বলে আমরা মনে করি। দুর্যোগময় এই মুহূর্তে সকলের ভেতর যেন আতঙ্ক ছড়িয়ে না পরে এবং সকলে যেন করোনাভাইরাস মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতা মেনে চলে সেই লক্ষ্যে ডেটল কাজ করছে।”

করোনভাইরাসকে কিভাবে প্রতিরোধ করা যায় তা নিয়ে ডেটল বাংলাদেশ টিভি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছে বলেও জানান তিনি।