করোনাভাইরাস: আর্থিক প্রতিষ্ঠানের জন্যও ‘বিশেষ সুবিধা’

ব্যাংকের পর আর্থিক প্রতিষ্ঠানের ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধেও ‘বিশেষ সুবিধা’ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2020, 01:56 PM
Updated : 24 March 2020, 01:56 PM

মহামারী নভেল করোনাভাইরাসের ক্ষতি পুষিয়ে দিতে এ সুবিধা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এ সংক্রান্ত এক সার্কুলারে বলা হয়েছে, করোনাভাইরাস বর্তমানে বৈশ্বিক মহামারির আকার ধারণ করেছে। বিশ্ব বাণিজ্যের পাশাপাশি বাংলাদেশের অর্থনীতির উপরও নেতিবাচক প্রভাব পড়ছে।

দেশের সামগ্রিক অর্থনীতিতে করোনাভাইরাসের বিরূপ প্রভাবের কারণে ঋণ গ্রহীতাদের আর্থিক ক্ষতি ও ঋণের অর্থ পরিশোধের বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ৩০ জুন পর্যন্ত কোনও ঋণগ্রহীতা ঋণ শোধ না করলেও তার ঋণের শ্রেণীমান অপরিবর্তিত থাকবে। তবে এ সময়ে কোন ঋণ/লিজ/অগ্রিমের শ্রেণীমানের উন্নতি হলে তা যথাযথ নিয়মে পরিবর্তন করা যাবে।

অর্থাৎ বর্তমানে কোনও ঋণগ্রহীতা যদি ৩০ জুন পর্যন্ত কিস্তি পরিশোধে ব্যর্থ হন, তাহলে তাকে খেলাপি করা যাবে না। আর কোনও খেলাপি ঋণগ্রহীতা এই সময়ের মধ্যে যদি ঋণ শোধ করেন, তাহলে তাকে নিয়মিত ঋণগ্রহীতা হিসেবে চিহ্নিত করা যাবে।

গত ১৯ মার্চ জারি করা অপর এক সার্কুলারে ব্যাংকগুলোর ঋণগ্রহীতাদের জন্য একই সুবিধা ঘোষণঅ করেছিল বাংলাদেশ ব্যাংক।