সাধারণ ছুটিতে ব্যাংকে লেনদেন ১০টা থেকে ১২টা

নভেল করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে সরকার পাঁচ দিন সাধারণ ছুটি ঘোষণা করলেও এই সময়ে খোলা থাকবে ব্যাংক, তবে সময়সূচি কমিয়ে আনা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2020, 05:12 PM
Updated : 23 March 2020, 05:12 PM

এই ছুটির দিনগুলোতে ব্যাংকগুলোতে সকাল ১০টা থেকে দুপর ১২টা পর্যন্ত লেনদেন হবে। ব্যাংক খোলা থাকবে দুপুর দেড়টা পর্যন্ত।

সরকার আগামী ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করায় ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১০ দিন ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি চাকুরেরা।

সোমবার ছুটি ঘোষণার সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ব্যাংকে ছুটির বিষয়ে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দেবে।

রাতে যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাধারণ ছুটিতে সব ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে লেনদেন হবে ১০টা-১২টা। অন্যান্য কাজ চলবে দেড়টা পর্যন্ত।”

মানুষের প্রয়োজনের বিষয়টি বিবেচনায় নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, মঙ্গলবার এই সিদ্ধান্ত সার্কুলার দিয়ে সব ব্যাংককে জানিয়ে দেওয়া হবে।

বিভিন্ন ছুটিতেই ব্যাংকগুলো এরকম খোলা রাখা হয়।