করোনাভাইরাস: সবাইকে ঘরে থাকার অনুরোধ গ্রামীণফোনের

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গ্রাহকদের নিরাপদে ঘরে থাকার আহ্বান জানাচ্ছে গ্রামীণফোন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2020, 12:39 PM
Updated : 23 March 2020, 12:39 PM

সিনগ্যাল বারের পাশেই ‘স্টে হোম’ বার্তা লিখে এই আহ্বান জানানোর কথা সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে টেলিকম অপারেটরটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ”সচেতনতামূলক কাজের অংশ হিসেবে আজ থেকেই গ্রামীণফোন ব্যবহারকারীরা তাদের মোবাইলে ‘স্টে হোম’ নিয়ে বার্তা পেয়েছেন। বার্তাটি গ্রাহকের মোবাইলের সিগন্যাল বারের পাশেই রয়েছে।

”গ্রামীণফোন বিশ্বাস করে, এই ছোটো কিন্তু কার্যকরী রিমাইন্ডারটি সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এবং অন্যকে নিরাপদে থাকতে উৎসাহিত করবে।”

ইতোমধ্যে প্রতিষ্ঠানের কর্মীদের কাজের জন্য ‘কন্টিজেন্সি’ পরিকল্পনা বাস্তবায়ন করার কথাও সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে গ্রামীণফোন।