বাংলাদেশ ব্যাংকের দুই কর্মকর্তার পদোন্নতি

বাংলাদেশ ব্যাংকের দুই কর্মকর্তার পদোন্নতি হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2020, 12:05 PM
Updated : 22 March 2020, 12:05 PM

ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক রেজাউল ইসলামকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দিয়ে প্রধান কার্যালয়ে বহাল রাখা হয়েছে।

আর হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টের উপমহাব্যবস্থাপক ওয়াহিদা নাসরিন মহাব্যবস্থাপক হয়েছেন।

রোববার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তত্য জানানো হয়েছে।

রেজাউল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সমাজকল্যান বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৮৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ, ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন রেজাউল।

ওয়াহিদা নাসরিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিভাগ হতে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ১৯৯৬ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন তিনি।