করোনাভাইরাস: ব্যাংকক ফ্লাইট বন্ধ করল বিমান

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেড় শতাধিক দেশে ছড়িয়ে পড়ায় ঢাকা থেকে ব্যাংককগামী ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2020, 03:33 PM
Updated : 20 March 2020, 06:47 PM

বিমানের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন বলেন, শুক্রবার থেকে তাদের ঢাকা থেকে ব্যাংককগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

ঢাকা-ব্যাংকক রুটে আগে সপ্তাহে ১৪টি ফ্লাইট চালাতো বিমান। কিন্তু করোনাভাইরাস বিশ্বজুড়ে ছড়াতে শুরু করায় গত দুই সপ্তাহে চারটি করে ফ্লাইট চালানো হচ্ছিল।

একই কারণে এর আগে সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, দুবাই, আবুধাবি, মালয়েশিয়া ও ভারতের সঙ্গেও ফ্লাইট বন্ধ করেছে বিমান।

করোনাভাইরাসে বাংলাদেশ এ পর্যন্ত ২০ জন আক্রান্ত হওয়ার তথ্য দিয়েছে সরকার, মৃত্যু হয়েছে একজনের। আর বিশ্বে আক্রান্তের সংখ্যা আড়াই পৌঁছেলে প্রায় আড়াই লাখে, মৃত্যু হয়েছে ১০ হাজারের বেশি মানুষের।

অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বাতিল

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে যাত্রী সংকটে ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজারগামী চারটি ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

মোকাব্বির হোসেন বলেন, শনিবার ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের বিজি ৪১৭ ও বিজি-৪১৮ ফ্লাইট এবং ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটের বিজি ৪৩৩ ও বিজি ৪৩৪ ফ্লাইট বাতিল করা হয়েছে।