সৌর বিদ্যুৎ: রবিনটেক্সের সঙ্গে জুলসপাওয়ারের চুক্তি

সৌর বিদ্যুৎ কেনার লক্ষ্যে রবিনটেক্সে গ্রুপের সঙ্গে ২০ বছর মেয়াদী চুক্তি করেছে জুলস পাওয়ার লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2020, 07:06 PM
Updated : 15 March 2020, 07:06 PM

জুলস পাওয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩.১ মেগা ওয়াট পিক ক্ষমতাসম্পন্ন প্রকল্পের জন্য সৌর শক্তি কিনতে স্বাক্ষরিত হয়েছে এই চুক্তি।

জুলস পাওয়ারের দাবি, এটি হতে যাচ্ছে ২০২০-২১ অর্থ বছরে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল সোলার রুফটপ প্রকল্প।

২০১৮ সালে জাতীয় গ্রিডে যুক্ত হওয়া জুলস পাওয়ার বলছে, “রবিনটেক্স টেকসই উৎপাদনের জন্য প্রচেষ্টা করে যাচ্ছে,  যা বাংলাদেশি ব্র্যান্ডকেই এগিয়ে নিয়ে যাবে।”