মুজিববর্ষের জন্য বিজিএমইএর ৯০ হাজার টিশার্ট

মুজিববর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী বাস্তবায়ন জাতীয় কমিটিকে ৯০ হাজার টিশার্ট দিল বিজিএমইএ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2020, 03:15 PM
Updated : 15 March 2020, 03:15 PM

রোববার সকালে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন জাতীয় কমিটির প্রধান কামাল আবদুল নাসের চৌধুরীর হাতে টিশার্ট হস্তান্তর করেন বিজিএমইএ সভাপতি রুবানা হক।

রুবানা হক বলেন, “যত কাজ হচ্ছে, সবগুলোর মাঝে যেন বঙ্গবন্ধুর আদর্শটা থাকে। তবে তার আদর্শকে আসলে কতজন ধারণ করি, সেটাই ভাবতে হবে।

“পোশাক খাতে এখন সংগ্রামের দিন ওচলছে। তবুও বাঙালি কখনও পরাস্ত হওয়ার জাতি নয়। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আমরা সামনে এগিয়ে যাব।" 

কামাল চৌধুরী বলেন, "মুজিববর্ষের আয়োজনের সাথে যুক্ত হতে অনেক প্রতিষ্ঠান আসছে। মুজিববর্ষের উদ্বোধনী আয়োজনকে বর্ণাঢ্য করতে সব ধরণের পরিবেশ তৈরি করাই ছিলো। কিন্তু বিশেষ পরিস্থিতিতে এ প্রোগ্রামটিকে আমরা ভিন্নভাবে সাজাচ্ছি। পুরো বছর জুড়ে আমাদের নানা আয়োজন থাকবে।”