৪ লাখ পোশাককর্মী বেতন পাচ্ছেন বিকাশে

আরও সাতটি তৈরি পোষাক শিল্প প্রতিষ্ঠানের ৭০ হাজার কর্মী এখন থেকে বিকাশের মাধ্যমে  বেতন পাবেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Feb 2020, 12:09 PM
Updated : 29 Feb 2020, 12:29 PM

এ নিয়ে বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোষাক শিল্পের ৪০০টি প্রতিষ্ঠানের ৪ লাখের বেশি কর্মী বিকাশের এই ‘ডিজিটাল স্যালারি ডিজবার্সমেন্ট সেবা’র আওতায় আসল।

দেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের এই সেবার সঙ্গে যুক্ত হওয়া নতুন সাতটি প্রতিষ্ঠান হল- এজে গ্রুপ, পূর্বাণী গ্রুপ, মাছিহাতা গ্রুপ, সোনিয়া গ্রুপ, টিম গ্রুপ, আমান গ্রুপ এবং আল মুসিলম গ্রুপ।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এই যৌথ যাত্রার উদ্বোধন করা হয় বলে শনিবার বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অণুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর, চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ, এজে গ্রুপের চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার হোসেন চৌধুরী, পূর্বাণী গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শফিকুল ইসলাম, মাছিহাতা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার খালেদ হোসাইন মাহবুব, সোনিয়া গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, টিম গ্রুপের চিফ ফিনান্সিয়াল অফিসার এজাজ আহমেদ, আমান গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তানভীর হাসান মজুমদার এবং আল-মুসলিম গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর কাউসার মিয়া।

কামাল কাদীর বলেন, ২০১৫ সাল থেকে শুরু হয় বিকাশের ‘ডিজিটাল স্যালারি ডিজবার্সমেন্ট সেবা’। যেসব প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে কর্মীদের বেতন পরিশোধ করছেন তারা প্রথাগত পদ্ধতির চেয়ে অনেক বেশি সাশ্রয়ে, সহজে, কম খরচে বেতন বিতরণ করতে পারছেন।

বিকাশের দেশব্যাপি ছড়িয়ে থাকা ২ লাখ ৩০ হাজার এজেন্ট এবং অত্যাধুনিক প্রযুক্তিগত সেবা পোশাককর্মীদের তাদের অর্থ ব্যবহারে আরো বেশি সক্ষম ও স্বাধীন করে তুলেছে বলে জানান তিনি।

“আমাদের এই সেবাটি বৃহত্তর অর্থে নারীর ক্ষমতায়নের পাশাপাশি ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীকে আর্থিক অর্ন্তভুক্তির মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখছে।”

অনুষ্ঠানে জানানো হয়, কোনরকম ঝামেলা ছাড়াই সহজে এবং সঠিক ভাবে অ্যাকাউন্টে বেতন পাওয়া ও তা ব্যবহারের পদ্ধতিগুলো সম্পর্কে সচেতনতা তৈরি করতে বিকাশের পক্ষ থেকে প্রতিটি প্রতিষ্ঠানে শ্রমিকদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হচ্ছে।

ব্র্যাক ব্যাংক, যুক্তরাষ্ট্র ভিত্তিক মানি ইন মোশন, বিশ্ব ব্যাংক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন-আইএফসি, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং অ্যান্ট ফিনান্সিয়ালের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান বিকাশ।

২০১১ সাল থেকে প্রতিষ্ঠানটি  বাংলাদেশে বিভিন্ন ধরনের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে আসছে।