ডিজিটাল কমার্স: বিদেশিদের পথ উন্মুক্ত করায় স্থানীয় উদ্যোক্তারা শঙ্কিত
জয়ন্ত সাহা ও ফয়সাল আতিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Feb 2020 10:06 PM BdST Updated: 26 Feb 2020 11:03 AM BdST
দেশি অংশীদার ছাড়াই বিদেশি উদ্যোক্তারা বাংলাদেশের ডিজিটাল কমার্স খাতে বিনিয়োগের সুযোগ পেলে দেশের প্রতিষ্ঠানগুলো অস্তিত্ব সঙ্কটে পড়বে বলে মনে করছেন এ খাতের উদ্যোক্তাদের অনেকে।
তারা বলছেন, চীন, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ আইন করে বিদেশি ই-কমার্স কোম্পানির ক্ষেত্রে কড়াকড়ি বজায় রাখায় তাদের দেশীয় উদ্যোক্তারা বিশ্ববাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করতে পেরেছে। সে কারণেই চীনে আলিবাবার মতো প্রতিষ্ঠান দাঁড়াতে পেরেছে।
তথ্যপ্রযুক্তির মাধ্যমে পণ্য-সেবা বিক্রি ও ডিজিটাল লেনদেনের বিষয়গুলো নিয়মের মধ্যে আনতে ২০১৮ সালের জুলাই মাসে ‘জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালা’ মন্ত্রিসভায় অনুমোদন করা হয়। পরের বছর ৩১ জানুয়ারি থেকে তা কার্যকর হয়।
নীতিমালায় বলা ছিল- “ডিজিটাল কমার্স খাতে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বিধিবিধান প্রতিপালন করতে হবে; তবে বিদেশি ডিজিটাল কমার্স ইন্ডাস্ট্রি দেশীয় কোনো ইন্ডাস্ট্রির সাথে যৌথ বিনিয়োগ ছাড়া এককভাবে ব্যবসা পরিচালনা করতে পারবে না এবং দেশীয় ডিজিটাল কমার্স ইন্ডাস্ট্রির স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে।”
ই-কমার্সে দেশি অংশীদার লাগবে না বিদেশিদের
সেই নীতিমালা অনুযায়ী, ৫১ শতাংশ দেশীয় অংশীদারিত্ব নিশ্চিত করে বাংলাদেশে বিদেশি কোম্পানির ই-কমার্স ব্যবসা পরিচালনার নিয়ম ছিল। কিন্তু কোনো নিয়ন্ত্রক কর্তৃপক্ষ না থাকায় নিয়ম উপেক্ষা করেই দেশে ব্যবসা চালিয়ে আসছিল বেশ কিছু কোম্পানি।
এর মধ্যেই সোমবার মন্ত্রীসভার বৈঠকে ডিজিটাল কমার্স নীতিমালা সংশোধন করা হয়। এ খাতে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে ‘দেশীয় অংশীদার রাখার’ এবং ‘দেশীয় শিল্পের স্বার্থসমূহকে প্রাধান্য দেওয়ার‘ শর্ত বাদ দেওয়া হয় ওই সংশোধনে। এর ফলে দেশি অংশীদার ছাড়াই বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশের ডিজিটাল কমার্স খাতে একক বিনিয়োগের কোনো বাধা থাকল না।
ডিজিটাল কমার্স নীতিমালায় মন্ত্রিসভার অনুমোদন
সরকারের এই সিদ্ধান্ত ডিজিটাল কমার্স খাতের দেশীয় কোম্পানিগুলোর ওপর মারাত্মক বিরূপ প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন আজকের ডিল ও বিডিজবসের প্রতিষ্ঠাতা ফাহিম মাশরুর।

বাংলাদেশে পোশাক শিল্পসহ অনেক শিল্পের বিকাশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে এখনও কড়াকড়ি থাকার বিষয়টি উল্লেখ করে ফাহিম বলেন, “বাংলাদেশে ওষুধ শিল্পে, শিপি বিল্ডিং শিল্পে শতভাগ বিদেশি কোম্পানি ব্যবসা করতে পারে না। পোশাক খাতে ইপিজেডের বাইরে শতাভাগ বিদেশি কোম্পানি ব্যবসা করতে পারে না। তাই এসব খাতে বড় বড় স্থানীয় কোম্পানি তৈরি হচ্ছে। আমরা চেয়েছিল উদিয়মান শিল্প হিসাবে ডিজিটাল কমার্স খাতও যেন এ ধরনের সুরক্ষা পায়।”
ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ই-ক্যাব) হিসাবে দেশে অনলাইনে ব্যবসার আকার এক হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। দেশে এখন প্রায় দুই হাজার ই-কমার্স সাইট এবং ৫০ হাজার ফেইসবুক ভিত্তিক প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন দেশের মধ্যে ডেলিভারি হচ্ছে প্রায় ৩০ হাজার পণ্য।
প্রান্তিক জনগোষ্ঠীকে ডিজিটাল লেনদেনে আনতে নতুন উদ্যোগ
দেশীয় কোম্পানিগুলোর মধ্যে পাঠাও, ওভাই, পিকমি, সহজসহ বিভিন্ন প্রতিষ্ঠান অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবা দিচ্ছে। এর বিপরীতে বড় প্রস্তুতি নিয়ে প্রতিযোগিতায় রয়েছে শতভাগ বিদেশি কোম্পানি উবার।
অনলাইনে কেনাকাটার জন্য রয়েছে, আজকের ডিল, বাগডুম, যাদরো, ইভ্যালি, অথবা, সিনদাবাদসহ আরও অনেক কোম্পানি। এর বিপরীতে দারাজ ডটকম ডটবিডি বাজারে রয়েছে বিপুল সক্ষমতা নিয়ে।
বাংলাদেশ-চায়না বিজনেস অ্যাসোসিয়েশেনের সভাপতি ও ইকমার্স ওয়েবসাইট যাদরো ডটকমের সিইও যাদব দেবনাথ বলেন, “বিদেশিদের হাতে আইসিটির বাজার তুলে দিতে বাংলাদেশ এখনও প্রস্তুত হয়নি। কোনো শর্ত ছাড়াই বিদেশিদের অনুমোদনটা দিয়ে দেওয়া হচ্ছে। এখন বাংলাদেশ সারা বিশ্বের বড় বড় কোম্পানিগুলো একটা প্রোডাক্ট ডাম্পিং জোনে পরিণত হবে।”
নতুন এই নীতিমালার ফলে দেশিয় ই-কমার্সের পাশাপাশি উৎপাদনকারীরাও ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করেন যাদব।
অনলাইনে কেনাকাটা: কোন পথে বাংলাদেশ
“আমাদের দেশের সঙ্গে কারও এফটিএ (মুক্ত বাণিজ্য চুক্তি) নেই। ই-কমার্সের সুযোগ নিয়ে বিভিন্ন দেশের ইলেকট্রনিক্স কোম্পানিগুলোর পণ্য এ দেশের বাজারে উন্মুক্ত হয়ে যাবে। কিন্তু দেশের কোম্পানি ওয়ালটনের কোনো বিদেশি বাজার সৃষ্টি হবে কি?”
তবে সরকার যেহেতু নীতিমালা সংশোধন করেই ফেলেছে, এখন আর এর বিরোধিতা না করে দেশীয় উদ্যোক্তাদের কীভাবে সুরক্ষা দেওয়া যায়, সেই পথ খোঁজার পক্ষে ই-ক্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিমা আক্তার নিশা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিদেশি কোনো কোম্পানি দেশীয় কোনো সহযোগী ছাড়া ব্যবসা করতে এলে তাদের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা যেতে পারে। পাশাপাশি দেশীয় ই-কমার্স কোম্পানির ওপর আরোপিত সব কর মওকুফ করে দিতে হবে।
ভ্যাট আরোপে স্থবির হবে ই-কমার্স খাত: বেসিস
বিদেশি বড় কোম্পানি এলে দেশের ক্ষুদ্র ই-কমার্স ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন- এমন ধারণার সঙ্গে একমত নন নিশা।
তিনি বলেন, “বড় কোম্পানিগুলো এ দেশে এলে তাদের মার্চেন্ট হিসেবে আমাদের ছোট ছোট কোম্পানিগুলোকেই বেছে নিতে হবে। তাতে দেশি কোম্পানিগুলোই লাভবান হবে।”
তবে ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল মনে করেন, নীতিমালা সংশোধনের ফলে দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব পড়বে দেশের ই-কমার্স খাতের ওপর।
“তাদের পাওয়ার অব মানি যেটা থাকবে, সেটা আমাদের মত কোম্পানির জন্য চ্যালেঞ্জিং। আমরা বাজার ধরার জন্য স্ট্রাগল করছি, বিনিয়োগ করে যাচ্ছি। তাদের বড় বিনিয়োগের কাছে আমরা তো টিকতে পারব না। দেশে ছোট ছোট অসংখ্য ই-কমার্স সাইট গড়ে উঠেছে। এদের উপেক্ষা করে এমন একটি সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়েছে কিনা সেটা সরকারকে ভেবে দেখার অনুরোধ থাকল।”
-
একমাসে দুইবার দাম বাড়ল আমদানি ফলের
-
হজ কার্যক্রম: শনিবার ব্যাংক খোলা
-
যমুনা ইলেকট্রনিক্সের ঈদ ক্যাম্পেইন শুরু
-
সোনা চোরাচালানে ‘বিমানের অনেকে’ জড়িত: প্রতিমন্ত্রী
-
কাফকোর জন্য গ্যাসের দাম বাড়াল কেডিজিসিএল
-
ওয়েবওএস টিভির নিবন্ধিত ওইএম হল ওয়ালটন
-
বাণিজ্য বাড়াবে, কর্মীও নিতে চায় সার্বিয়া
-
আয় খাতের সুদ মওকুফ নয়, নির্দেশনা ব্যাংকগুলোকে
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- পল্লবী-বিদিশার পর কলকাতায় মিললো অভিনেত্রী মঞ্জুষার ঝুলন্ত লাশ
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
- ডগ স্কোয়াড: বিদেশে প্রশিক্ষণে গিয়ে ‘নিখোঁজ’ দুই পুলিশ