ডিবিএল সিরামিকসের তৃতীয় প্রোডাকশন লাইন চালু

পণ্যে বৈচিত্র্য ও আধুনিকতার ছোঁয়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৩য় প্রোডাকশন লাইন চালু করেছে ডিবিএল সিরামিকস।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2020, 05:26 PM
Updated : 24 Feb 2020, 05:26 PM

প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর একটি হোটেলে ডিবিএল সিরামিকসের বিজনেস কনফারেন্সে নতুন এই প্রোডাকশন লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিএমইএ সভাপতি রুবানা হক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই প্রোডাকশন লাইনের মাধ্যমে বাংলাদেশের বাজারে প্রতিদিন ৩৫ হাজার বর্গমিটার টাইলস সরবরাহের সক্ষমতা অর্জন করেছে ডিবিএল সিরামিকস।

বিজনেস কনফারেন্সে অন্যদের মধ্যে ডিবিএল গ্রুপের চেয়ারমান আবদুল ওয়াহেদ, ভাইস-চেয়ারম্যান এম এ রহিম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম এ কাদের, গণপূর্ত অধিদপ্তরের প্রধান স্থপতি এ এস এম আমিনুর রহমান, ডিবিএল সিরামিকস লিমিটেডের ডিজিএম (প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট) মোহাম্মদ বায়েজিদ বাশার এবং হেড অব সেলস এম আবু হাসিব রন উপস্থিত ছিলেন।