হকি বিশ্বকাপ বাছাইয়ে প্রধান পৃষ্ঠপোষক আল-আরাফাহ্ ব্যাংক

বাংলাদেশ হকি ফেডারেশন আয়োজিত বঙ্গবন্ধু মেন্স ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইয়ারের টাইটেল স্পন্সর হয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড -এআইবিএল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2020, 05:24 PM
Updated : 24 Feb 2020, 05:24 PM

রোববার সোনারগাঁও হোটেলে আল-আরাফাহ্ ব্যাংক ও বাংলাদেশ হকি ফেডারেশনের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয় বলে ব্যাংকটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এবং আল আরাফাহ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

আগামী ৪ থেকে ১২ জুন ঢাকায় অনুষ্ঠেয় টুর্নামেন্টের নবম আসরে ১০টি দল অংশ নেবে। ২০১৫ সালে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপের সেরা ৬টি দল- ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, জাপান, মালয়েশিয়া ও বাংলাদেশ এ টুর্নামেন্টে সরাসরি অংশ নিচ্ছে।

এছাড়া ২০১৯ সালের ডিসেম্বরে ওমানে অনুষ্ঠিত জুনিয়র এএইচএফ কাপ থেকে চীন, ওমান, তাইওয়ান ও উজবেকিস্তান কোয়ালিফাই করেছে।

এ টুর্নামেন্টের সেরা ৪ দল ২০২১ সালে ভারতে অনুষ্ঠেয় ১৬ দলের এফআইএইচ জুনিয়র ওয়ার্ল্ড কাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে এশিয়ান হকি ফেডারেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা দাতো তৈয়ব ইকরাম, আল আরাফাহ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ফজলুল করিম, এস এম জাফর, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী মাহমুদ করিম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ উপস্থিত ছিলেন।