দুবাইয়ে প্রাণের আমদানিকারক সম্মেলন

বিশ্বের বিভিন্ন দেশে প্রাণ পণ্য পরিবেশনের সঙ্গে যুক্ত আমদানিকারকদের নিয়ে এক সম্মেলন করেছে প্রাণ-আরএফএল গ্রুপ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2020, 04:31 PM
Updated : 22 Feb 2020, 04:37 PM

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের ৮০টিরও বেশি দেশের আমদানিকারক অংশ নেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় প্রাণ।

অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী বলেন, প্রাণ সবসময় উন্নতমানের কাঁচামাল ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন করে। এ কারণে প্রাণ পণ্য শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়।

প্রাণ পণ্য সারা বিশ্বে জনপ্রিয় করার পেছনে আমদানিকারকদের ভূমিকার প্রশংসা করেন আহসান খান চৌধুরী। বলেন, “আপনারা স্থানীয়ভাবে জিতলে, আমরা বিশ্বব্যাপী জিতব।” 

সম্মেলনে প্রাণ এক্সপোর্টস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মিজানুর রহমান ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানান হয়, বর্তমানে বিশ্বের ১৪৪টি দেশে প্রাণ পণ্য পাওয়া যাচ্ছে। গত ২০১৮-১৯ অর্থবছরে প্রায় ৩৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করে প্রাণ।