শ্রীমঙ্গলে বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বই বিতরণ

বিকাশের সহায়তায় শ্রীমঙ্গলের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2020, 04:33 PM
Updated : 19 Feb 2020, 04:33 PM

শ্রীমঙ্গলের মহসিন অডিটোরিয়ামে উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয় ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের বই বিতরণ করা হয়।

বুধবার বিকাশের এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়। 

বই বিতরণ অনুষ্ঠানে লেখক ও অভিনেতা খায়রুল আলম সবুজ, বিকাশের হেড অব রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স হুমায়ুন কবির, শ্রীমঙ্গল উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কবিতা রানী দাস ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম’ এর বইপড়া কর্মসূচিতে ২০১৪ সাল থেকে যুক্ত আছে দেশের অন্যতম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। এ পর্যন্ত সারাদেশের প্রায় আড়াই হাজার স্কুলের শিক্ষার্থীরা এই কার্যক্রমের আওতায় আড়াই লাখেরও বেশি বইপড়ার সুযোগ পেয়েছে।

গত পাঁচ বছরের ধারাবাহিকতায় এ বছর বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কার্যক্রমে ৪০ হাজার বই দেওয়ার কথা জানিয়েছে বিকাশ।