ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

রাজশাহীতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2020, 04:18 PM
Updated : 19 Feb 2020, 04:18 PM

সেইসঙ্গে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাজশাহীর একটি কনভেনশন হলে এই সম্মেলন ও কর্মশালঅ অনুষিঠত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান নাজমুল হাসান এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে বিনিয়োগ কার্যক্রম দ্রুত শুরু করা ও নারীর অংশগ্রহণ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও দারিদ্র্য দূরীকরণ ও দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান বাড়াতে তিনি ছোট ছোট উদ্যোক্তা তৈরির জন্য ব্যাংকের কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক এ এইচ এম রফিকুল ইসলাম, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উল আলম, পরিচালক আরিফ সুলেমান, কাজী শহীদুল আলম, তানভীর আহমেদ, মোহাম্মদ সালেহ জহুর ও ফসিউল আলম, উপব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া, রাজশাহী জোনের প্রধান কাউছার উল আলম ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মাহবুব আলম সম্মেলনে উপস্থিত ছিলেন।