ইসলামী ব্যাংক হাসপাতালে এনআইসিইউ

ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ বা নবজাতক আইসিইউ) সেবার উদ্বোধন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2020, 05:39 PM
Updated : 18 Feb 2020, 05:39 PM

ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইউসুফ আব্দুল্লাহ আল-রাজী সোমবার কাকরাইলের এ হাসপাতালের এ সেবার উদ্বোধন করেন।

যুক্তরাষ্ট্র, জার্মানি, নিউজিল্যান্ড ও জাপান থেকে আমদানি করা আধুনিক প্রযুক্তির এনআইসিইউতে এক সাথে ১০ জন নবজাতক শিশুকে চিকিৎসাসেবা দেয়া যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে ইসলামী ব্যাংক ও ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজমুল হাসান, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান কাজী শহীদুল আলম, নির্বাহী কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ, সদস্য আরিফ সুলেমান, কামরুল হাসান, মোহাম্মদ সালেহ জহুর ও ফসিউল আলম, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উল আলম, উপব্যবস্থাপনা পরিচালক জে কিউ এম হাবিবুল্লাহ, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এ এম সলিমউল্লাহ উপস্থিত ছিলেন।