কোম্পানি সিলের নিবন্ধন লাগবে না, বিল পাস

কোম্পানির নিবন্ধনের সময় সিলের নিবন্ধন করানোর বাধ্যবাধকতা তুলে দিয়ে কোম্পানি আইন সংশোধনের প্রস্তাব সংসদে পাস হয়েছে।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2020, 12:44 PM
Updated : 18 Feb 2020, 12:44 PM

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মঙ্গলবার কোম্পানি (সংশোধন) বিল- ২০২০ সংসদে পাসের প্রস্তাব করেন। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। গত ১২ ফেব্রুয়ারি বিলটি সংসদে উত্থাপন করেন বাণিজ্যমন্ত্রী।

১৯৯৪ সালের কোম্পানি আইনে কোম্পানি নিবন্ধনের সময় সিলেরও নিবন্ধন নেওয়ার বিধান ছিল। বিদ্যমান আইনের সিল সংক্রান্ত ধারাগুলোর পরিবর্তন করতে নতুন বিলটি আনা হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী টিপু মুনশি বলেন, গত ২৩ জানুয়ারি আইনমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কোম্পানি সিল সংক্রান্ত ধারা সংশোধন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার মত প্রকাশ করা হয়।

“আইনটি পর্যালোচনা দেখা যায়, কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য কোম্পানি সিলের প্রয়োজনীয়তা নাই। তবে কোম্পানির নিজস্ব কার্যক্রম পরিচালনায় কোম্পানি সিল ব্যবহার করা যায়।”