বাংলাদেশে এল হিরোর ‘স্প্লেন্ডর প্লাস’

সুপরিচিত ব্র্যান্ড হিরো মটোকর্প বাংলাদেশের বাজারে ‘স্প্লেন্ডর প্লাস’ নামের নতুন ১০০ সিসির মোটর সাইকেল নিয়ে এসেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2020, 01:17 PM
Updated : 12 Feb 2020, 01:17 PM

নতুন এই মোটর সাইকেলে পাঁচটি নতুন ফিচার যোগ করা হয়েছে বলে জানিয়েছে নিটল নিলয় গ্রুপ। 

বুধবার ঢাকা রিজেন্সি হোটেলে নতুন এই মোটরসাইকেল উদ্বোধন করা হয় বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তি জানান হয়।

নিটল নিলয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুসাব্বির আহমেদ বলেন, স্প্লেন্ডর প্লাস বিশ্বে সর্বাধিক বিক্রিত মোটরসাইকেল এবং এই মডেলটি বাংলাদেশে মানুষের কাছে অত্যন্ত সুপরিচিত ও সর্বাধিক জনপ্রিয় ব্র্যান্ড।

“নতুন স্প্লেন্ডর প্লাসে যুক্ত হয়েছে পাঁচটি নতুন ফিচার। সেফ্টির জন্য আইবিএস, জ্বালানি সাশ্রয়ীর জন্য আইথ্রিএস, প্রশস্থ টিউবলেস টায়ার ও নতুন গ্রাফিক্স। এছাড়াও পরিবেশ বান্ধব বিএস-ফোর ইঞ্জিন যা ১০০ সিসি মোটরসাইকেলে আগে কখনো ছিল না।”

অনুষ্ঠানে নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ বলেন, “হিরো সুদীর্ঘকাল থেকে বাংলাদেশের একটি আইকনিক ব্র্যান্ড। হিরো সব সময়ই লো মেনটেইনেন্স, হাই মাইলেজ এবং প্রযুক্তিগতভাবে অত্যাধুনিক মানের পণ্য সরবরাহের মাধ্যমে গ্রাহকদের সাথে সম্পৃক্ত থেকেছে।”