বেসিস সফট এক্সপোতে ‘অফিসক্লিক’

বেসিস সফট এক্সপোতে অংশ নিয়েছে অরওজ্যানিক রিসোর্সসের অঙ্গপ্রতিষ্ঠান ‘অফিসক্লিক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2020, 01:55 PM
Updated : 8 Feb 2020, 01:55 PM

দর্শনার্থীদেরকে বিভিন্ন বিটুবি ই-কমার্স সেবার সাথে পরিচিতি করার লক্ষ্যে এই প্রদর্শনীতে প্রথমবারের মতো ডিজিটাল কমার্স জোনের আওতায় অংশগ্রহণ করছে প্রতিষ্ঠানটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই প্যাভিলিয়নে পণ্য অর্ডার করলে বিক্রয় মূল্যের উপর ১৫ শতাংশ ছাড় পাওয়া যাবে।

এছাড়াও দর্শনার্থীরা বিভিন্ন গেমসে অংশ নিয়ে পুরস্কার জিততে পারবেন।

সুবিধাজনক উপায়ে উন্নতমানের সেবার অভিজ্ঞতা লাভের ক্ষেত্রে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর জন্য ‘অফিসক্লিক’ সহজলভ্য মাধ্যম।

এর ওয়েবসাইটে যেকোনো প্রতিষ্ঠান বিনামূল্যে নিজস্ব অ্যাকাউন্ট খুলে প্রয়োজনীয় অফিস সামগ্রী (আইটি সামগ্রী, স্টেশনারি পণ্য, কিচেন সামগ্রী, পরিছন্নতার পণ্য) এবং অফিসের সলিউশনস (ডিজিটাইজিং, ডকুম্যান্ট ম্যানেজম্যান্ট সিস্টেম, ফিজিক্যাল আরকাইভিং) সেবা গ্রহণ করতে পারবেন।

বর্তমানে গুলশান-২, উত্তরা, গাজীপুর এবং টঙ্গীতে এর নিজস্ব ওয়ার হাউজ রয়েছে।

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী ১৬তম বেসিস সফট এক্সপো ২০২০। শেষ হবে রোববার।