তার পদত্যাগপত্র ব্যাংকের পর্ষদ গ্রহণ করেনি বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র।
ব্যাংকের রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার সম্প্রতি এর উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ সময় তাহেরপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম, ইবিএল লায়্যাবিলিটি ও ওয়েলথ ম্যানেজমেন্ট প্রধান সৈয়দ জুলকার নাঈন, এজেন্ট ব্যাংকিং প্রধান বিন মজিদ খান, অ্যাসেট প্রধান তাসনিম হুসেন, শাখা অঞ্চল (ঢাকা-২) প্রধান রবি শংকর পারিয়াল এবং এজেন্ট ওনার শামছুল আলম সরদার উপস্থিত ছিলেন।