আন্তর্জাতিক পুরস্কার পেল এডিএন টেলিকম

আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের কোম্পানি এডিএন টেলিকম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2020, 11:44 AM
Updated : 29 Jan 2020, 11:44 AM

করপোরেট ও পেশাগত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে ‘ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যাওয়ার্ড’ নামের এই পুরস্কার পেয়েছে বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত এই প্রতিষ্ঠানটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেলিকমিউনিকেশন ক্যাটাগরিতে ২০১৯ সালের জন্য ‘মোস্ট ইনোভেটিভ টেলিকমিউনিকেশন সার্ভিস প্রোভাইডার’ হিসেবে এডিএন টেলিকম এ পুরস্কার অর্জন করেছে।

গত ২৩ জানুয়ারি দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ার্স হোটেলে এক অনুষ্ঠানে এডিএন গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং এডিএন টেলিকম লিমিটেডের উপদেষ্টা জহির আহমেদ এ পুরস্কার গ্রহণ করেন।

বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

করপোরেট ও পেশাগত নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ম্যাগাজিন সারা বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করে থাকে।