লাফার্জহোলসিম-বোরাক রিয়েল এস্টেট চুক্তি

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড ও ইউনিক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বোরাক রিয়েল এস্টেট লিমিটেডের  মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2020, 04:57 PM
Updated : 27 Jan 2020, 04:57 PM

চুক্তি অনুযায়ী বোরাক রিয়েল এস্টেট এখন থেকে সকল প্রকল্পে লাফার্জহোলসিম বাংলাদেশ এর সিমেন্ট ব্র্যান্ড সুপারক্রিট এবং হোলসিম ব্যবহার করবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাজধানীর ওয়েস্টিন হোটেলে লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী রাজেশ সুরানা এবং বোরাক রিয়েল এস্টেটের প্রধান নির্বাহী বিপেন কুমার সাহা নিজ নিজ কোম্পানির পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি সই অনুষ্ঠানে লাফার্জহোলসিমের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার আসিফ ভূইয়া, ব্যবস্থাপক (বিটুবি সেলস) রোহিত ভুসারি এবং ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর আলী, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের প্রধান নির্বাহী সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।