সাউথ বাংলা ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2020, 03:13 PM
Updated : 25 Jan 2020, 03:13 PM

শনিবার রাজধানীর ফারস্ হোটেলে ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন সম্মেলনটির উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্মেলনে জানানো হয়, ২০১৯ সাল শেষে ব্যাংকটির পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ২২৮ কোটি টাকা, আগের বছরে মুনাফার পরিমাণ ছিল ২০৩ কোটি টাকা। সে হিসেবে ২০১৯ সালে ব্যাংকের মুনাফা বেড়েছে ২৫ কোটি টাকা বা ১২ শতাংশ।

২০১৯ সাল শেষে ব্যাংকটির আমানতের পরিমাণ দাঁড়িয়েছে সাত হাজার ১৫৩ কোটি টাকা, যা আগের বছর শেষে ছিল পাঁচ হাজার ৯৩০ কোটি টাকা। আর ঋণের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬০০ কোটি টাকা, যা ২০১৮ সাল শেষে ছিল পাঁচ হাজার ২৫ কোটি টাকা।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুকের সভাপতিত্বে সম্মেলনে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক সৈয়দ হাফিজুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশিদ মোল্লা, মোহাম্মদ সেলিম চৌধুরী, শফিউদ্দিন আহমেদ, কামাল উদ্দিন, আলতাফ হোসেন ভুঁইয়াসহ বিভাগীয় প্রধান ও শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।