ওয়ারীতে ইসলামী ব্যাংকের উপশাখা

রাজধানীর ওয়ারীর ফোল্ডিং স্ট্রিটে উপশাখা খুলেছে ইসলামী ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2020, 04:01 PM
Updated : 22 Jan 2020, 04:01 PM

বুধবার উপশাখাটির উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক  মাহবুব উল আলম এর উদ্বোধন করেন।

উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান আলতাফ হুসেইন, মতিঝিল শাখাপ্রধান মতিউর রহমান, ব্যাংকের ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ফজলুর রহমান এবং ওয়ারী উপশাখার ইনচার্জ ইখতিয়ার মোহাম্মদ সায়েম উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।।

মাহবুব উল আলম বলেন, ইসলামী ব্যাংক সরকারের অন্তর্ভূক্তিমূলক আর্থিক কার্যক্রমের সাথে মিল রেখে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। উপশাখা ও এজেন্ট আউটলেটের মাধ্যমে গ্রাম ও শহরের প্রতিটি মানুষের কাছে ব্যাংকের প্রযুক্তিসমৃদ্ধ উন্নত সেবা পৌঁছানোর জন্য কাজ করছে।

তিনি বলেন, ইসলামী ব্যাংক গ্রাহকদের সঞ্চয়ের নিরাপদ আমানতদার। শরীআহ নীতিমালার ভিত্তিতে পরিচালিত এই ব্যাংকের সেবা গ্রহনের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।