এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স পুরস্কার পেল মেঘনা গ্রুপ

এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স পুরস্কার পেয়েছে দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2020, 02:49 PM
Updated : 20 Jan 2020, 02:49 PM

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অবদান রাখায় এই পুরস্কার দেওয়া হয়েছে গ্রুপটিকে।

শনিবার রাজধানীর একটি হোটেলে এই পুরস্কার দেয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট সি ডিকসনসহ দেশের ব্যবসায়ী-শিল্পপতি ও ব্যাংকাররা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে প্রথমবারের মতো বিজনেস এক্সিলেন্স পুরস্কার দিল হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন- এইচএসবিসি।