শাহজালাল ব্যাংক-আনোয়ার খান হাসপাতাল চুক্তি

শাহজালাল ইসলামী ব্যাংকের সঙ্গে আনোয়ার খান মডার্ন হাসপাতালের একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2020, 05:11 PM
Updated : 16 Jan 2020, 05:11 PM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমঝোতা স্মারকের ফলে শাহজালাল ব্যাংকের সব ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রাহকরা আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসায় সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাবেন।

এছাড়া ৩ থেকে ১২ মাস পর্যন্ত মেয়াদে বিনা সুদে ইএমআই সুবিধা পাবেন ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা।

ব্যাংকের এসভিপি ও কার্ড ডিভিশনের প্রধান মারুফুর রহমান খান ও আনোয়ার খান মডার্ন হাসপাতালের মহাব্যবস্থাপক মফিজউল্লাহ্ পাটওয়ারী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে শাহজালাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও এসএম মঈনুদ্দীন চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ্জাহান সিরাজ, আখতার হোসেন, মিঞা কামরুল হাসান চৌধুরী ও ইমতিয়াজ ইউ আহমেদ, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান সামছুদ্দোহা সিমু, কোম্পানি সচিব আবুল বাশার, ব্যাংকের সিএফও জাফর ছাদেক, এসভিপি মোহাম্মদ আবু সায়েম এবং হাসপাতালের মহাব্যবস্থাপক ধীরাজ চাকমা উপস্থিত ছিলেন।